শত নির্যাতন সয়েও হার মানেননি যারা
স্টার স্পেশাল
ঢাকার বুকে ক্র্যাক প্লাটুনের গেরিলাদের একের পর এক দুর্ধর্ষ ও দুঃসাহসিক অপারেশন রীতিমতো রাতের ঘুম কেড়ে নিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর। ভারতের ত্রিপুরার মেলাঘর ক্যাম্পে গড়ে ওঠা এই দুর্ধর্ষ গেরিলা দলটি প্রথম আত্মপ্রকাশ করে অপারেশন হোটেল ইন্টারকন্টিনেন্টালের মধ্য দিয়ে।
২৯ আগস্ট সকাল থেকে ৩০ আগস্ট ভোর পর্যন্ত গেরিলাদের ধরতে চলে পাকিস্তানি হানাদার বাহিনীর চিরুনি অভিযান। টর্চার সেলে পৈশাচিক নির্যাতনের শিকার হয়েও গেরিলারা বলেননি সহযোদ্ধাদের নাম।
সেই দুঃসাহসিক গেরিলাদের অসীম আত্মত্যাগের স্মরণে আজকের স্টার স্পেশাল।
Comments