শিক্ষক রাজনীতি কি অপরিহার্য?
বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য শিক্ষার্থীদের অভিভাবক, আদর্শ। সর্বোচ্চ সম্মান তাদের প্রাপ্য। কিন্তু এই বাস্তবতা কি বাংলাদেশে এখন আর আছে?
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন বর্তমান এবং সাবেক উপাচার্যের বিরুদ্ধে নিপীড়ন, আর্থিক অনিয়ম, দুর্নীতি, স্বজন প্রীতি, অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ আছে। উপাচার্যবিরোধী আন্দোলনে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণার পরিবেশ নষ্ট হচ্ছে।
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে এই পরিস্থিতি কীভাবে তৈরি হলো? শিক্ষা কার্যক্রমের জন্য এটা কত বড় সমস্যা?
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষকদের অনৈতিক কর্মকাণ্ড এবং শিক্ষা কার্যক্রমে তার প্রভাব নিয়ে আমাদের সঙ্গে স্টার ভিউজরুম-এ দেবযানী শ্যামার সঙ্গে আজ আলোচনায় আছেন দ্য ডেইলি স্টার বাংলা বিভাগের সম্পাদক গোলাম মোর্তোজা।
Comments