শিক্ষা ব্যবস্থায় আবার কেন পরিবর্তন

দশম শ্রেণির আগে থাকছে না পাবলিক পরীক্ষা। আর এসএসসিতে থাকছে না আলাদা করে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগ। মৌলিক পরিবর্তন আসছে শ্রেণিকক্ষে মূল্যায়ন এবং পরীক্ষা পদ্ধতিতে। গত ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই পাঠ্যক্রমের রূপরেখার অনুমোদন দেন। পরিকল্পনা অনুসারে ২০২৩ সাল থেকে পরিবর্তন শুরু হবে, বাস্তবায়ন হবে ২০২৫ সালের মধ্যে।

কীভাবে বদলে যাচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা? এই পরিবর্তনের যৌক্তিকতাই বা কী? শিক্ষকরা কি পারবেন এত অল্প সময়ে নতুন পাঠ্যক্রম ও মূল্যায়নের প্রস্তুতি নিতে? নতুন ব্যবস্থায় কেমন হবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে শিক্ষাব্যবস্থার মৌলিক পরিবর্তন এবং তার যথার্থতা নিয়ে আলোচনা করতে দেবযানী শ্যামার সঙ্গে আজ আলোচনায় আছেন দ্য ডেইলি স্টার'র সাংবাদিক মহিউদ্দিন আলমগীর।

Comments