সন্তান-সংসার বিহীন ঈদ কেমন কাটে তাদের?

পৃথিবীর অধিকাংশ দেশের মতোই বাংলাদেশে যৌথ পরিবার ভেঙে একক পরিবার বাড়ছে। সেই একক পরিবারও ধীরে ধীরে ২ সদস্যের পরিবারে এসে দাঁড়িয়েছে।

এর সঙ্গেই যেন ক্ষীণ হতে শুরু করেছে পারিবারিক বন্ধন, ভালোবাসা, বাবা-মার প্রতি টান। দায়িত্ববোধ এখন এতটাই ক্ষীণ যে সন্তান বুড়ো বাবা-মায়ের দায়িত্ব বৃদ্ধাশ্রমের হাতে দিয়ে দিতে দ্বিতীয়বার ভাবার প্রয়োজন বোধ করে না।

যে বয়সে তাদের প্রয়োজন সন্তানদের সঙ্গে পারিবারিক পরিবেশে জীবনের বাকি দিনগুলো আনন্দের সঙ্গে অতিবাহিত করা, সেই সময়টা তাদের কাটাতে হয় প্রবীণ নিবাসের অচেনা পরিবেশে, অচেনা মানুষের সঙ্গে।

ফেলে আসা অতীত, পরিবার নিয়ে কাটানো ঈদের স্মৃতি তাদের পোড়ায়। এই প্রবীণ নিবাসগুলোতে যারা শেষ আশ্রয় খুঁজে নেন, কেমন হয় তাদের ঈদ?

আজকের স্টার স্পেশালে প্রবীণ নিবাসে ঈদের গল্প, জীবনের গল্প শুনবো সেখানকার বাসিন্দাদের কাছ থেকে।

Comments