‘সাংবাদিকদের সাইজ করা দরকার’

চট্টগ্রামের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন সাংবাদিক গোলাম সারোয়ার। ৩ দিন পর, ২০২০ সালের ১ নভেম্বর, সীতাকুণ্ডে এক খালের পাশে ঝোপের ভেতর থেকে তাকে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। জ্ঞান ফেরার পর আশেপাশের সবার পা ধরে আর্তনাদ করছিলেন, 'আমি আর নিউজ করব না।'

এই ঘটনার পর তিনি মামলা করেন। পুলিশ তদন্ত প্রতিবেদনে বলেছে, গোলাম সারোয়ারকে অপহরণ করা হয়েছিল এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আজ স্টার কানেক্টস ওয়ার্ল্ড নিউজ ডে স্পেশালে সাংবাদিক গোলাম সারোয়ার দ্য ডেইলি স্টারের সাংবাদিক জায়মা ইসলামকে এক বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন তার সঙ্গে ঘটে যাওয়া ভয়ংকর অভিজ্ঞতার কথা।

Comments