হারানো জিনিস খুঁজে দেন তারা
কখনো কি আপনার মূল্যবান কোনো জিনিস পানিতে হারিয়ে গেছে? ভয় নেই-পুকুর, খাল বা দিঘি থেকে আপনার সেই মূল্যবান জিনিস উদ্ধার করে দেবেন তারা।
নারায়ণগঞ্জের বেদে সম্প্রদায়ের এই মানুষগুলো 'ডুবুরি' বা 'পুকুর ঝাড়ানি' নামে পরিচিত। তারা হারিয়ে জিনিস পানি থেকে উদ্ধার করে জীবিকা নির্বাহ করেন।
আজকের ইনসাইড বাংলাদেশে দেখুন বিচিত্র এই পেশার মানুষ, তাদের জীবনযাপন এবং কর্মপদ্ধতি।
Comments