হিমালয় থেকে আসা ১৯ শকুন উদ্ধার-অবমুক্ত
খাবারের সন্ধানে শীতকালে হিমালয় পর্বতমালা থেকে অন্যান্য পরিযায়ী পাখির সঙ্গে আসে শকুনও। দূরের পথ পাড়ি দিয়ে আসা শকুনগুলো খাবারের অভাব আর মানুষের আক্রমণে প্রায়ই অসুস্থ হয়ে পড়ে।
গত ২ বছরে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে এ রকম ১৯টি শকুন উদ্ধারের পর সেগুলোকে দিনাজপুরের বীরগঞ্জে শকুন চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্রে রাখা হয়।
বন বিভাগ ও একটি আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় চিকিৎসা দেওয়ার পর সম্প্রতি এগুলো ছেড়ে দেওয়া হয়েছে প্রকৃতিতে।
আজকের ইনসাইড বাংলাদেশে থাকছে বিপন্ন শকুনগুলোর প্রকৃতিতে ফিরে যাওয়ার গল্প।
Comments