১৮ বছরের কম বয়সীরাও কি টিকা পাবে
১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার পরিকল্পনায় দেখা দিয়েছে সিদ্ধান্তহীনতা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১২ বছর ও তার বেশি বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শিশুদের টিকা দেওয়া হবে কি না, এ বিষয়ে কোনো পরিকল্পনার কথা তারা জানে না।
মন্ত্রী ও অধিদপ্তরের বক্তব্যে এই মিল না থাকার কারণ কী? আসলেই কি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে ১৮ বছরের কম বয়সী শিশুদের টিকার আওতায় আনবে সরকার?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে শিশুদের টিকার বিষয়ে করিম ওয়াহিদের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ আল-মাসুম মোল্লা।
Comments