২৮ কিলোমিটার নদীর বেশিরভাগই দখলে
এটা কোনো পুকুর বা খাল নয়, একটা নদী। নাম 'কালি' নদী হলেও স্থানীয়রা বলে 'মরা' নদী।
কুষ্টিয়ার কালি নদী দখলের শুরু ব্রিটিশ আমলে। এরপর দুই দফা পাকিস্তান আমলে, আর স্বাধীনতার পর থেকে দখল চলছেই।
নদীর বুকে মাটি ভরাট করে হয়েছে রেল লাইন, রাস্তা, বসত-বাড়ি, এমনকি মাছের ঘের। এভাবেই কি নিশ্চিহ্ন হয়ে যাবে এক সময়ের খরস্রোতা এই নদী?
কুষ্টিয়ার কালি নদীর বর্তমান অবস্থা জানতে দ্য ডেইলি স্টারের সাংবাদিক আমানুর আমান গিয়েছিলেন সেখানে। আজকের স্টার অন দ্য স্পটে তিনি জানিয়েছেন নদীটির বর্তমান অবস্থা।
Comments