৫০ বছরের দাবি একটি সেতু
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে চাওয়াই নদীর উপরের কাঠের সেতুটি ছিল সেখানকার ১০ গ্রামের মানুষের নিয়মিত যাতায়াতের অবলম্বন। প্রায় ৫০ বছর ধরে দাবি করেও কোনো সেতু না পেয়ে ২০১০ সালে গ্রামবাসীরা নিজ উদ্যোগেই তৈরি করেছিল এই সেতু। গত শনিবার এই সেতুটির একাংশ ভেঙে পড়ে। সেতু না থাকায় এখন ৮ থেকে ১০ কিলোমিটার বাড়তি পথ পাড়ি দিতে হচ্ছে গ্রামবাসীদের।
এ নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয় একটি আলোকচিত্র। স্টার নিউজ প্লাসে দেখুন ঘটনার বিস্তারিত।
Comments