৬ বছর ধরে খাঁচায় বন্দি ১০ বছরের শিশু
ছয় বছর ধরে খাঁচায় বন্দি আছে ১০ বছরের শিশুকন্যা শিখা দাস। রাজবাড়ী জেলার পূর্বফুল কাউন্নাইল ঋষিপাড়ায় বসবাসরত শিশুটির পরিবার জানিয়েছে, খোলা পরিবেশে থাকলে সে সবাইকে কামড় এবং খামচি দিয়ে আহত করে। তাই তাকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে।
Comments