এখনো আতঙ্কের জনপদ লংগদু
একজন বাঙালি মোটরসাইকেল চালকের মৃত্যুকে কেন্দ্র করে রাঙামাটির লংগদুতে পাহাড়ি আদিবাসীদের ঘরবাড়িতে হামলার এক সপ্তাহ পার হয়েছে।
এই ঘটনায় দুই শতাধিক বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। হামলা থেকে বাঁচতে তিনটিলা, মানিকজোড়ছড়া ও বাইট্টাপাড়ার শত শত মানুষ তাদের বাড়ি ছেড়ে বনে জঙ্গলে আশ্রয় নেন।
বাড়ি ছেড়ে যাওয়া সেখানকার অনেক মানুষ এখনো ফেরার সাহস করে উঠতে পারেননি যেখানে তাদের আবার সবকিছু শূন্য থেকে শুরু করতে হবে।
বাস্তুহারা এসব মানুষ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করা আশ্রয়কেন্দ্র এমনকি ত্রাণ সহায়তাও নেননি। তাদের একটাই চাওয়া, অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক।
Comments