কার্টুন আঁকার চ্যালেঞ্জ নিলেন গায়ক মিনার
এ সময়ের শ্রোতাপ্রিয় গায়কদের একজন মিনার রহমান। তাঁর গায়ক খ্যাতির সঙ্গে রয়েছে কার্টুন আঁকার সুনাম।
গত বছর মিনারের ‘ঝুম’ গানটি ইউটিউবে ঝড় তুলেছিল। এখন পর্যন্ত এটি হিট পেয়েছে এক কোটি ১০ লাখেরও বেশি।
স্টার লাইভের ‘শাহরিয়ার রঙ্গের’ এই পর্বে মিনার বলেছেন তাঁর সংগীতশিল্পী হয়ে ওঠার গল্প। আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়েও কথা বলেছেন তিনি।
দর্শকদের জন্য চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় হাস্য-কৌতুক উপহার দিয়েছেন এই জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার ও কার্টুনিস্ট।
ভিডিওটিতে তিনি কার্টুন আঁকার চ্যালেঞ্জও নেন শাহরিয়ারের সঙ্গে।
Comments