ডিসকভার বাংলাদেশ: শীতের তাহিরপুর

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার খ্যাতি রয়েছে এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। ভ্রমণ পিপাসুদের ক্লান্তি কাটিয়ে দেয় এখানকার মনোরম দৃশ্যগুলো।

তাহিরপুরের প্রধান আকর্ষণ হলো টাঙ্গুয়ার হাওর। সমৃদ্ধ জীববৈচিত্র্যের কারণে ২০০০ সালে হাওরটিকে রামসার সাইট হিসেবে ঘোষণা দেওয়া হয়। এর ফলে আন্তর্জাতিকভাবে পরিচিতি পায় হাওরটি, হয়ে ওঠে আরও গুরুত্বপূর্ণ।

প্রায় একশত বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওরের ভেতর রয়েছে ৪৬টি গ্রাম। হাওরটিকে আকর্ষনীয় করে তুলেছে জাদুকাটা নদী, বারিকের টিলা এবং কোয়ারি হ্রদ। প্রতি মৌসুমে বদলায় এই হাওরের রূপ। ভিডিওটিতে দেখানো হয়েছে টাঙ্গুয়ার হাওরের শীতের সৌন্দর্য।

Comments

The Daily Star  | English

NCP rally comes under attack in Gopalganj

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

22m ago