মাটিবিহীন ঘাস!

আপনি জানেন কি এখন মাটি ছাড়াও ঘাস উৎপাদন সম্ভব? বাংলাদেশে এই প্রথম হাইড্রোপনিক বা মাটিবিহীন ঘাস উৎপাদন প্রযুক্তি নিয়ে এসেছে Bangladesh Council of Scientific and Industrial Research (BCSIR)।

দারুণ ব্যাপার হলো, এই ঘাস উৎপন্ন হয় গমের বীজ থেকে এবং ল্যাবরেটরির ট্রে-তে। দুই কেজি গমের বীজ থেকে ঘাস উৎপাদন করা যায় ১৪ কেজি অর্থাৎ সাতগুণ। এটি সকল প্রকার গবাদি পশুর জন্য খাদ্যের সমাধান হতে পারে। শুধু তাই নয়, বিজ্ঞানীদের মতে, এ ধরনের ঘাস গবাদি পশুর জন্য আরও বেশি পুষ্টিকর।

এছাড়াও, মানুষের শরীরে পুষ্টি নিশ্চিত করতে পারে এই ঘাসের তৈরি জুস।

আমাদের কৃষি ও স্বাস্থ্যখাতে নতুন বিপ্লব আনার জন্য সম্ভাবনাময় এক প্রযুক্তি, নতুন এই ঘাস উৎপাদন। চাইলে আপনার বাড়িতে স্থাপন করতে পারেন এই ল্যাবরেটরি। এতে খরচ পড়বে মাত্র চার লাখ টাকা। আরও দেখুন ভিডিওটিতে…

Comments

The Daily Star  | English

NCC ex-mayor Selina Hayat Ivy arrested

She was arrested around 5:45am today following a night-long raid at her Deobhog residence

42m ago