প্রত্যেক প্রার্থীর নির্বাচনী এজেন্ট আছে, কেউ বাধা দিচ্ছে না: এসপি

উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছেন কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম। আজ রোববার দুপুরে শহরের সরকারি তুলারাম কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জায়েদুল আলম বলেন, ব্যাপক সংখ্যক নারী ভোটার এবং বয়স্ক ভোটারদের উপস্থিতি আছে কেন্দ্রে। আমি এবং জেলা প্রশাসক বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করেছি। সেখানে আমরা দেখেছি, প্রত্যেক প্রার্থীর নির্বাচনী এজেন্ট আছে। তারা বলেছেন, কোনো ধরনের বাধা-বিঘ্নতা ছাড়াই তারা কাজ করছেন। তাদের কেউ বাধা দিচ্ছে না। ভোটাররাও বলেছেন তারা নির্বিঘ্নে কেন্দ্রে এসেছেন।
সবার সহযোগিতা নিয়ে আজকের দিনটি আমরা সুন্দরভাবে ভোটের আমেজ রেখে ভোটপ্রদান অনুষ্ঠান সম্পন্ন করতে চাই এবং দেশবাসীকে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং আইনানুগ একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই—বলেন জায়েদুল আলম।
Comments