ভোটার আছে, নেই স্বাস্থ্যবিধি

এখানে লাইন কোনটি তা বোঝা দায়। লাইনগুলো পরিণত হয়েছে জটলায়। পরস্পরের গা-ঘেঁষে দাড়িয়ে থাকা ভোটারদের অনেকের কাছেই মাস্কের বিষয়টি উপেক্ষিত। ছবি: এমরান হোসেন/স্টার

উৎসবমুখর পরিবেশে চলছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারের উপস্থিতি। সেইসঙ্গে স্বাস্থ্যবিধি না মানায় পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি।

সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইভিএমে সমস্যা দেখা দিলে তা ঠিক করতে চেষ্টা করেন নির্বাচনী কর্মকর্তারা। এ সময় দেখা যায় ভোটের লাইনে থাকা প্রথম ভোটার এবং নির্বাচন সংশ্লিষ্ট অপর একজন মাস্ক ছাড়াই সেখানে অবস্থান করছেন। ছবি: এমরান হোসেন/স্টার

আজ রোববার সকাল ৮টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩টি অঞ্চলের (শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ) ১৯২টি কেন্দ্র ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

লাইনে দাঁড়ানো ভোটারদের মধ্য থেকে একাধিক মানুষ মাস্ক ফেলে গেছেন। সফুরা খাতুন পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের একটি লাইনেও দেখা মেলে মাস্কহীন ভোটারের। ছবি: মামুনুর রশীদ/স্টার

ভোটকেন্দ্রগুলো ঘুরে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক এবং আলোকচিত্রীরা দেখতে পান, প্রতিটি কেন্দ্রেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি রয়েছে। তবে অনুপস্থিতি রয়েছে করোনার স্বাস্থ্যবিধি।

হাজী ফজলুল হক মডেল হাইস্কুল ভোটকেন্দ্রে ভোটার এবং নির্বাচনী কর্মকর্তা ২ জনের কাছেই উপেক্ষিত মাস্কের বিষয়টি। ভোটার মাস্ক পরেননি এবং নির্বাচনী কর্মকর্তা মাস্ক ঝুলিয়ে রেখেছেন থুতনিতে। ছবি: এমরান হোসেন/স্টার

ভোটারদের মধ্যে অনেকেই মাস্ক না পরেই ভোট দিতে কেন্দ্রের বাইরে লাইনে দাঁড়িয়েছেন। অনেকের মুখে মাস্ক থাকলেও তারা সঠিকভাবে না পরে থুতনি বা গলায় ঝুলিয়ে রেখেছেন।

ইস্টার্ন আইডিয়াল কলেজ কেন্দ্রে নারী ভোটারদের লাইনে মাস্ক ছাড়া ছিলেন বেশ কয়েকজন। ছবি: এমরান হোসেন/স্টার

নারী এবং পুরুষ উভয় লাইনেই দেখা গেছে দূরত্ব বজায় রাখা হচ্ছে না। সবাই গা-ঘেঁষে দাঁড়িয়ে আছেন।

সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র। ছবি: মামুনুর রশীদ/স্টার

এ বিষয়ে সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রিসাইডিং কর্মকর্তা মো. ফরিদুজ্জামানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, 'সকাল থেকেই ভোটারদের প্রচণ্ড ভিড়। ভোট কার্যক্রম পরিচালনাতেই চাপের মধ্যে রয়েছে নির্বাচনী কর্মকর্তারা। এর মধ্যে মাস্কের বিষয়ে নজর দেওয়ার মতো সময় কোথায়।'

সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে লাইনের শুরুতেই থাকা দুজন ভোটারের মুখে নেই মাস্ক। ছবিটি সকাল পৌনে ৮টায় তোলা। ছবি: মামুনুর রশীদ/স্টার

কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম এ বিষয়ে বলেন, 'ভোটগ্রহণের দিন সামাজিক দূরত্ব বজায় রাখাটা কঠিন। তবে প্রত্যেকের সঠিকভাবে মাস্ক পরা উচিত ছিল। তাহলে সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি কিছুটা কম হতো।'

বন্দর এলাকার একটি ভোটকেন্দ্রে লাইনে দাঁড়ানো নারী ভোটারদের অনেকের মুখেই ছিল না মাস্ক। ছবি: রাশেদ সুমন/স্টার

গতকাল শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৪ হাজার ২৮টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৪৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৩৫ শতাংশ।

এ ছাড়া, একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে আরও ৭ জনের।

গত শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ২৩৮টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

Comments