রিকশায় এসে ভোট দিলেন শামীম ওসমান

১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিতে যান শামীম ওসমান। ছবি: স্টার

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোট দিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। 

আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে তিনি ভোট দিতে যান।

ছবি: স্টার

একটি ব্যটারিচালিত অটোরিকশায় করে সংসদ সদস্য শামীম ওসমান ভোটকেন্দ্রে পৌঁছান। কেন্দ্রে ঢোকার সময়  হাতি প্রতীকের এজেন্টদের উদ্দেশে তিনি বলেন, 'কী হাতি ভোট সুষ্ঠু হয়েছে তো?'

জবাবে এজেন্টরা বলেন, 'ভোট সুষ্ঠু হয়েছে।'

Comments