আজ মৃত্যু ১৮৫, শনাক্ত ৮৭৭২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ১৮৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল ২১২ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ হাজার ১৮৯ জন মারা গেছেন।
Coronavirus
প্রতীকী ছবি | সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ১৮৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল ২১২ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ হাজার ১৮৯ জন মারা গেছেন।

একই সময়ে দেশে করোনাভাইরাস আক্রান্ত আট হাজার ৭৭২ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত ১০ লাখ নয় হাজার ৩১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৭ হাজার ৮৮৪টি নমুনা পরীক্ষা করে আরও আট হাজার ৭৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮৫ জনের মধ্যে ১২১ জন পুরুষ ও ৬৪ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ০-১০ জনের মধ্যে, একজনের বয়স ১১-২০ জনের মধ্যে, পাঁচ জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, ১৩ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ২২ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ৫১ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৯২ জন।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর খুলনা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ বিভাগে এ সময়ে সবচেয়ে কম তিন জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮৫ জনের মধ্যে ১৪৪ জন সরকারি হাসপাতালে মারা গেছেন। বেসরকারি হাসপাতালে মারা গেছেন ২৮ জন, বাসায় মারা গেছেন ১২ জন ও একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ চার হাজার ৪৯২ জন, চট্টগ্রাম বিভাগে এক হাজার ৬৯২ জন, খুলনা বিভাগে ৭৭২ জন, রাজশাহী বিভাগে ৬২০ জন, সিলেট বিভাগে ৩৯৪ জন, বরিশাল বিভাগে ২৮৪ জন, রংপুর বিভাগে ২৭৮ জন ও ময়মনসিংহ বিভাগে ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৭৫৫ জন। মোট সুস্থ হয়েছেন আট লাখ ৬৮ হাজার ১৩৯ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৫৬ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক শূন্য এক শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৬০ শতাংশ।

Comments

The Daily Star  | English
BNP call's blockade

Another bout of 48-hr blockade from tomorrow

The BNP and its allies is set to enforce yet another 48-hour road-rail-waterway blockade across the country starting tomorrow morning to protest the schedule for the next national election announced by the Election Commission

19m ago