আজ মৃত্যু ২১০, শনাক্ত ১২৩৮৩

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ১২ হাজার ৩৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ১২ হাজার ৩৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর আগে, গতকাল করোনায় ২০৩ জন, গত পরশু ২২০ জন ও ১১ এপ্রিল এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ ২৩০ জন মারা গিয়েছিল।

আজ ২১০ জনসহ দেশে এ পর্যন্ত ১৭ হাজার ৫২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজকের শনাক্তসহ দেশে এ পর্যন্ত ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গত পরশু দেশে একদিনে সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪২ হাজার ৪৯০টি নমুনা পরীক্ষা করে আরও ১২ হাজার ৩৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১০ জনের মধ্যে ১৩১ জন পুরুষ ও ৭৯ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ১১-২০ বছরের মধ্যে, সাত জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, ১৪ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ২৯ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ৫২ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ১০৭ জন।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর খুলনা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ বিভাগে এ সময়ে সবচেয়ে কম নয় জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, রংপুর বিভাগে ১৪ জন, বরিশাল বিভাগে ১০ জন ও সিলেট বিভাগে নয় জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ পাঁচ হাজার ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, চট্টগ্রাম বিভাগে দুই হাজার ৪৭০ জন, খুলনা বিভাগে এক হাজার ৬২১ জন, রাজশাহী বিভাগে এক হাজার ১৯৬ জন, রংপুর বিভাগে ৫৮৮ জন, বরিশাল বিভাগে ৫৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৮৪ জন ও সিলেট বিভাগে ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন আট হাজার ২৪৫ জন। মোট সুস্থ হয়েছেন আট লাখ ৯৭ হাজার ৪১২ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৯২ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৭০ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৬১ শতাংশ।

Comments

The Daily Star  | English
BNP office in Nayapaltan

Column by Mahfuz Anam: Has BNP served its supporters well?

The BNP failed to reap anything effective from the huge public support that it was able to garner late last year.

10h ago