করোনাভাইরাস

আজ মৃত্যু ২১২, শনাক্ত ১৩ হাজার ৮৬২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২১২ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২০ হাজার ৪৬৭ জন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৮৬২ জনের।
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২১২ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২০ হাজার ৪৬৭ জন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৮৬২ জনের।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত পরশু ১৬ হাজার ২৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকাল ১৫ হাজার ২৭১ জনের করোনা শনাক্ত হয়েছিল।

গতকাল করোনা আক্রান্ত হয়ে ২৩৯ জন মারা যান এবং গত মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে রেকর্ড ২৫৮ জনের মৃত্যু হয়।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৫ হাজার ৪৪টি নমুনা পরীক্ষায় আরও ১৩ হাজার ৮৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১২ লাখ ৪০ হাজার ১১৫ জনের করোনা শনাক্ত হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১২ জনের মধ্যে ১১৯ জন পুরুষ ও ৯৩ জন নারী।

এর মধ্যে সর্বোচ্চ ৬৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ জন মারা গেছেন। ময়মনসিংহ বিভাগে এ সময়ে সবচেয়ে কম আট জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, খুলনা বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে নয় জন ও বরিশাল বিভাগে ১১ জন মারা গেছেন।

আর, তাদের মধ্যে দেশের সরকারি হাসপাতালে মারা গেছেন ১৫৪ জন, বেসরকারি হাসপাতালে ৪৮ জন, বাসায় ১৫ জন ও হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন একজন।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৭৫ জন। মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৬৪ হাজার ১৯৫ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ০৫ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৮১ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৬৫ শতাংশ।

Comments

The Daily Star  | English

Hilsa remains a luxury

Traders blame low supply for high price; not enough catch in rivers even after 2-month ban

46m ago