আজ শনাক্তের হার ২৮.৯৬ শতাংশ, মৃত্যু ১৮৭

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ১২ হাজার ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর আগে, গত ১১ এপ্রিল এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ ২৩০ জন মারা গিয়েছিল। গতকাল করোনায় ২২৬ জন, গত পরশু ২১০ জন ও তার আগের দিন ২০৩ জন মারা গিয়েছিল।

এ পর্যন্ত দেশে ১৭ হাজার ৪৬৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মোট শনাক্ত হয়েছেন ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জন। গত ১২ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪১ হাজার ৯৪৭টি নমুনা পরীক্ষা করে আরও ১২ হাজার ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৬ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮৭ জনের মধ্যে ১১৩ জন পুরুষ ও ৭৪ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে দুই জনের বয়স ১১-২০ বছরের মধ্যে, সাত জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ৩০ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ৩৬ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ৫৪ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, ৩০ জনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে, ১২ জনের বয়স ৮১-৯০ বছরের মধ্যে, চার জনের বয়স ৯১-১০০ বছরের মধ্যে ও একজনের বয়স এক শ বছরের বেশি।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর খুলনা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ জনের মৃত্যু হয়েছে। রংপুর বিভাগে এ সময়ে সবচেয়ে কম ছয় জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, সিলেট বিভাগে নয় জন, বরিশাল বিভাগে আট জন ও ময়মনসিংহ বিভাগে সাত জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ চার হাজার ৯৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে দুই হাজার ৩৩০ জন, খুলনা বিভাগে এক হাজার ৪৯৭ জন, রাজশাহী বিভাগে এক হাজার ৪৫ জন, রংপুর বিভাগে ৭৪৫ জন,  সিলেট বিভাগে ৫৮৪ জন, বরিশাল বিভাগে ৫৩৫ জন ও ময়মনসিংহ বিভাগে ৪৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন আট হাজার ৫৩৬ জন। মোট সুস্থ হয়েছেন নয় লাখ ১৪ হাজার ৩৪৩ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক শূন্য আট শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৩৬ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৬১ শতাংশ।

Comments

The Daily Star  | English

Is the govt backing the wrongdoers?

BNP acting Chairman Tarique Rahman yesterday questioned whether the government is being lenient on the killers of a scrap trader in front of Mitford hospital due to what he said its silent support for such incidents of mob violence.

3h ago