আজ শনাক্তের হার ৩০.২৪ শতাংশ, মৃত্যু ২১৮

Coronavirus
প্রতীকী ছবি | সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২১৮ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ হাজার ৬৮৫ জন।

একই সময়ে করোনা শনাক্ত হয়েছে নয় হাজার ৩৬৯ জনের। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জন।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩০ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষায় আরও নয় হাজার ৩৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ।

এর আগে, গত পরশু ১৫ হাজার ২৭১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকাল শনাক্ত হয়েছিল ১৩ হাজার ৮৬২ জনের।

গতকাল করোনা আক্রান্ত হয়ে ২১২ জন মারা যান এবং গত মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে রেকর্ড ২৫৮ জনের মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১৮ জনের মধ্যে ১৩৪ জন পুরুষ ও ৮৪ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ০-১০ বছরের মধ্যে, ছয় জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, ১৭ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ৩৭ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ৩৭ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ৬৬ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, ৩৩ জনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে, ১৫ জনের বয়স ৮১-৯০ বছরের মধ্যে, চার জনের বয়স ৯১-১০০ বছরের মধ্যে ও দুই জনের বয়স এক শ বছরের বেশি।

এর মধ্যে সর্বোচ্চ ৬৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ জন মারা গেছেন। সিলেট বিভাগে এ সময়ে সবচেয়ে কম নয় জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, খুলনা বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ১৬ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন ও বরিশাল বিভাগে ১০ জন মারা গেছেন।

আর, তাদের মধ্যে দেশের সরকারি হাসপাতালে মারা গেছেন ১৫৬ জন, বেসরকারি হাসপাতালে ৪৯ জন ও বাসায় মারা গেছেন ১৩ জন।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৭ জন। মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৭৮ হাজার ২১২ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ১৪ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ২৯ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৬৬ শতাংশ।

Comments

The Daily Star  | English

Bangladesh races to expand air cargo capacity

In a first move to address the shortfall, Sylhet's Osmani International Airport is set to launch dedicated cargo operations today

6h ago