আজ শনাক্ত ২.১৬ শতাংশ, মৃত্যু আরও ৭

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৭৩৭ জনের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২১ হাজার ৫৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৬৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ।
এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৬৪ হাজার ৪৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
আজ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ৪ জন নারী।
একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩ জন করোনায় মারা গেছেন। এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং খুলনা ও রাজশাহী বিভাগে ১ জন করে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কেউ মারা যাননি।
গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে ১৭ জন মারা গিয়েছিলেন এবং শনাক্তের হার ছিল ২ দশমিক ৩৪ শতাংশ।
এর আগে, গত ৮ অক্টোবরও ৭ মাসে সর্বনিম্ন ৭ জনের মৃত্যু হয়েছিল।
গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।
গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
Comments