আজ শনাক্ত ২.৯৭ শতাংশ, মৃত্যু আরও ১২

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৬৪৭ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে একই সময়ে ২২ হাজার ৩২১ জনের নমুনা পরীক্ষা করে ৬৬৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৯৭ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

আজ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ৬ জন পুরুষ ও ৬ জন নারী।

একই সময়ে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৫ জন ও ঢাকা বিভাগে ৪ জন করোনায় মারা গেছেন। এ ছাড়া, খুলনা বিভাগে ২ জন ও রাজশাহী বিভাগে ১ জন মারা গেছেন।

গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে ২১ জন মারা গিয়েছিলেন এবং শনাক্তের হার ছিল ২ দশমিক ৮৮ শতাংশ।

গত সেপ্টেম্বর মাসের শুরু থেকে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার কমতে শুরু করেছে। ৩০ সেপ্টেম্বর থেকে দৈনিক শনাক্তের সংখ্যা হাজারের নিচে নেমেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে করোনা শনাক্তের হার কমতে শুরু করেছিল। সে সময় করোনা শনাক্তের গড় হার ছিল ১৫ শতাংশ। এরপরের সপ্তাহগুলোতে শনাক্ত কমে গড়ে ১২ শতাংশ হয়।

গত বছর অক্টোবরেও শনাক্তের হার গড়ে ১২ এর কাছাকাছি ছিল। দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল গড়ে ১ হাজার ৩৩৬ জন। চলতি বছর অক্টোবরের প্রথম ৬ দিনে শনাক্তের হার গড়ে ৩ শতাংশ। অন্যদিকে, দৈনিক আক্রান্তের হার গড়ে ৭০৭ জন।

করোনা শনাক্তের পাশাপাশি সেপ্টেম্বর মাসের শুরু থেকে মৃত্যুও কমতে শুরু করেছে। গত আগস্ট মাস জুড়ে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ২০০ এর বেশি ছিল। ২৮ আগস্ট থেকে মৃত্যুর সংখ্যা ১০০ এর নিচে নেমেছে।

গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

Comments

The Daily Star  | English
Tariffs

Economic lessons from the tariff war

Our understanding of tariffs might not be complete.

10h ago