আজ শনাক্ত ৩.১৯ শতাংশ, মৃত্যু আরও ১৮

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৫৯১ জনের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে একই সময়ে ২৪ হাজার ৯২৮ জনের নমুনা পরীক্ষা করে ৭৯৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ১৯ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৫৮ হাজার ৭৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে ১৮ জন মারা গিয়েছিলেন এবং শনাক্তের হার ছিল ২ দশমিক ৯০ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে ৮ জন পুরুষ ও ১০ জন নারী।

একই সময়ে ঢাকা বিভাগে ৭ জন ও চট্টগ্রাম বিভাগে ৫ জন করোনায় মারা গেছেন। এ ছাড়া, সিলেট বিভাগে ৩ জন এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে ১ জন করে মারা গেছেন।

২৪ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি।

২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন ৮৩৪ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৯ হাজার ৫৮৮ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৮৭ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

Comments

The Daily Star  | English

Had no discussion on ‘humanitarian corridor’ with UN or any entity: Shafiqul

Regarding the reports of involvement of a major power, he said, these are 'pure and unadulterated' propaganda.

1h ago