আজ সর্বোচ্চ শনাক্ত ১১৬৫১, মৃত্যু ১৯৯
গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৬৫১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একদিনে এটাই সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত পরশু দেশে সর্বোচ্চ ১১ হাজার ৫২৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। এ নিয়ে দেশে এ পর্যন্ত নয় লাখ ৮৯ হাজার ২১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
একই সময়ে দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ১৯৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল এ পর্যন্ত সর্বোচ্চ ২০১ জন মারা গিয়েছিল। গত পরশু ১৬৪ জনের মৃত্যু হয়েছিল।
এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৫ হাজার ৭৯২ জন মারা গেছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৫ হাজার ৮৫০টি নমুনা পরীক্ষা করে আরও ১১ হাজার ৬৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৬২ শতাংশ।
২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ চার হাজার ৯৪৯ জন, চট্টগ্রাম বিভাগে এক হাজার ৯৩৬ জন, খুলনা বিভাগে এক হাজার ৭৩২ জন, রাজশাহী বিভাগে এক হাজার ৪৮ জন, রংপুর বিভাগে ৭৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩৯ জন, বরিশাল বিভাগে ৪১৪ জন ও সিলেট বিভাগে ৩৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৮৪৪ জন। মোট সুস্থ হয়েছেন আট লাখ ৫৬ হাজার ৩৪৬ জন।
আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯৯ জনের মধ্যে ১৩৩ জন পুরুষ ও ৬৬ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে দুই জনের বয়স ১১-২০ জনের মধ্যে, নয় জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, ছয় জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ২৮ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ৪৭ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ১০৭ জন।
গত একদিনে সর্বোচ্চ ৬৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর খুলনা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে এদিন সবচেয়ে কম তিন জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯৯ জনের মধ্যে ১৪৫ জন সরকারি হাসপাতালে মারা গেছেন। বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৪২ জন ও ১২ জন বাসায় মারা গেছেন।
Comments