ওসমানী মেডিকেল কলেজের ডা. শামসুর রহমানের মৃত্যু, করোনা শনাক্ত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. শামসুর রহমান মারা গেছেন।
Osmani medical college
ছবি: সংগৃহীত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. শামসুর রহমান মারা গেছেন।

তার মৃত্যুর দুই দিন পর আজ বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে মরদেহের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে।

গত ১৮ এপ্রিল সিলেটে সর্বশেষ করোনাভাইরাসে মৃত্যু রেকর্ড হয়েছিল।

ডা. শামসুর রহমান গত সোমবার নিজ বাসায় মৃত্যুবরণ করেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া।

তিনি বলেন, 'মৃত্যুর কয়েকদিন আগে জ্বর হয়েছিল জেনে করোনাভাইরাস সন্দেহে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করি। পরে তার করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসে। উনার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত।'

'নানা কারণে স্বাস্থ্যবিধি অনেকটা শিথিল থাকায় এই মুহূর্তে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি স্বাস্থ্যবিধিতেই। সম্প্রতি তার সংস্পর্শে আসা সবার করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। হাসপাতাল ও কলেজে স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দিয়েছি,' হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত দৈনিক প্রতিবেদনে জানানো হয়, আজ (বুধবার) বুধবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৬০ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৫ শতাংশ এবং আক্রান্ত তিন জনই সিলেট জেলার বাসিন্দা।

Comments