চট্টগ্রামে আজ আরও ১ মৃত্যু, শনাক্ত বেড়ে ১৬.৮৩ শতাংশ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৫ জনের বাড়ি মহানগর এলাকায়, ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
প্রতীকী ছবি। সংগৃহীত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৫ জনের বাড়ি মহানগর এলাকায়, ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আজ রোববার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ সময় মোট ২৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৩ শতাংশ। এর আগে গত শুক্রবার একজনের মৃত্যু হয়েছিল।

জেলা সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, গত মাসে মোট ৫৫০ জনের করোনা শনাক্ত হয়েছিল। এর মধ্যে ৪৯০ জনের বাড়ি মহানগর এলাকায়, ৬০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মারা গেছেন একজন।

এ ছাড়া, গত ২৬ মাসে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৩৫১। এর মধ্যে পুরুষ ৭৭ হাজার ১৮২ জন, নারী ৫০ হাজার ১৬৯ জন। মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৬৪। পুরুষ মারা গেছেন ৭৯৫ জন এবং নারী ৫৬৯ জন।

বয়সভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, চট্টগ্রামে ৩১ থেকে ৪০ বছর বয়সীরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। এই হার শতকরা ২২ দশমিক ২০ শতাংশ। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা নারী রোগীর চেয়ে বেশি। পুরুষ আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৬১২ জন, নারী ১০ হাজার ৬৫৩ জন। ষাটোর্ধ্ব ব্যক্তি বেশি মারা গেছেন। শতকরা হিসেবে এই হার ৫৬ দশমিক ০৯ শতাংশ।

উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, হাটহাজারীতে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা সব চেয়ে বেশি। এই উপজেলায় শনাক্ত হয়েছেন ৬ হাজার ৭৪৮ জন, মারা গেছেন ১২৪ জন। এর পরের অবস্থানে আছে রাউজান উপজেলা। এখানে ৪ হাজার ৭২৭ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন ৬৪ জন। ফটিকছড়ি রয়েছে তৃতীয় অবস্থানে। এই উপজেলায় ৩ হাজার ৪০১ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন ৪৫ জন।

Comments