ভারতে ২ মাস পর করোনার দৈনিক সংক্রমণ হাজার ছাড়াল

রবিবার পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার। এর আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৩ হাজার ৭৭৮ জন।
মুম্বাইর এক রেলস্টেশনে করোনাভাইরাস পরীক্ষা করছেন একজন স্বাস্থ্যকর্মী। ফাইল ছবি: রয়টার্স (২০২১)
মুম্বাইর এক রেলস্টেশনে করোনাভাইরাস পরীক্ষা করছেন একজন স্বাস্থ্যকর্মী। ফাইল ছবি: রয়টার্স (২০২১)

প্রায় আড়াই মাস পর শনিবার ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। গত ৫ সপ্তাহ ধরেই সংক্রমণের হার বাড়লেও গত ৭ দিনে পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

আজ সোমবার ভারতের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা গেছে, ভারতের পশ্চিম ও দক্ষিণ অঞ্চলে নতুন করে আক্রান্তের হার সবচেয়ে বেশি হলেও উত্তরাঞ্চলেও সংক্রমণ বাড়ছে।  

শনিবার নতুন করে ১ হাজার ৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ২০২২ এর ৯ নভেম্বরের পর এবারই প্রথম দৈনিক আক্রান্তের হার ১ হাজার ছাড়াল। গত ৭ দিনে প্রায় ৫ হাজার (১২ থেকে ১৮ মার্চের মাঝে ৪ হাজার ৯২৯) ব্যক্তি নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন, যা এর আগের ৭ দিনের আক্রান্তের তুলনায় (২ হাজার ৬৭১) ৮৫ শতাংশ বেশি। এ সময়ে ১৯ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর আগের সপ্তাহে মারা যান ৬ জন।

রবিবার পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার। এর আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৩ হাজার ৭৭৮ জন।

গত ৭ দিনে মহারাষ্ট্র রাজ্যে সর্বোচ্চ সংক্রমণ (১ হাজার ১৬৫) দেখা দিয়েছে। এছাড়াও কেরালাতেও ৭৩৯ জন আক্রান্ত হয়েছেন। পরের অবস্থানে আছে কর্ণাটক (৬৫৬)।  

১২ থেকে ১৮ মার্চে দিল্লিতে ২৩৫ জন নতুন করে আক্রান্ত হন। এর আগের সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছিল ৯৭। শুধু শনিবারেই ৭২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। সঙ্খ্যার দিক দিয়ে কম হলেও রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, পাঞ্জাব ও উত্তরাখণ্ডে সংক্রমণের হার বাড়ছে।

 

Comments