চলতি বছরে আজ প্রথম মৃত্যুহীন একটি দিন
চলতি বছরে দেশে প্রথমবারের মতো গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৫ হাজার ১০৭টি নমুনা পরীক্ষা করে ১৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।
এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জনের করোনা শনাক্ত হলো। অন্যদিকে, এ পর্যন্ত করোনায় ২৭ হাজার ৯৪৬ জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্তের হার ছিল ১ দশমিক ৪০ শতাংশ।
গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।
গত ২৮ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
Comments