ডব্লিউএইচওর পর্যবেক্ষণে করোনার নতুন ধরন ‘মু’
করোনার নতুন একটি ধরন পর্যবেক্ষণ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কলম্বিয়ায় প্রথম শনাক্ত এই ধরনটির নাম 'মু' বা বি ওয়ান সিক্স টু ওয়ান। যা পরে দক্ষিণ আমেরিকা ও ইউরোপেও পাওয়া গেছে।
মহামারি বিষয়ে ডব্লিউএইচও'র সাপ্তাহিক বুলেটিনে বলা হয়েছে, আরও বেশি টিকা প্রতিরোধী হতে পারে এই মু ভ্যারিয়েন্ট। যেমনটি বেটা ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও দেখা গেছে। তবে, এই ভ্যারিয়েন্ট সম্পর্কে ভালোভাবে জানার জন্য আরও বেশি গবেষণার প্রয়োজন।
ডব্লিউএইচও বলছে, ২০২১ সালের জানুয়ারিতে কলম্বিয়ায় প্রথমবারের মতো এই ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে মু ভ্যারিয়েন্ট শনাক্তের খবর পাওয়া গেছে। এছাড়া দক্ষিণ আমেরিকা ও ইউরোপের কিছু দেশে এই ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে।
যদিও মু ভ্যারিয়েন্টের বৈশ্বিক বিস্তার হ্রাস পেয়েছে এবং বর্তমানে ০.১ শতাংশের নিচে রয়েছে। তবে, কলম্বিয়াতে ধারাবাহিকভাবে ৩৯ শতাংশ ও ইকুয়েডরে ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দক্ষিণ আমেরিকায় মু ভেরিয়েন্টের মহামারি, বিশেষ করে ডেল্টা ভ্যারিয়েন্টের সঙ্গে এর বিস্তার পর্যবেক্ষণ করা হবে।
ডব্লিউএইচও'র মতে, চার ধরনের করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের মধ্যে আলফা ভ্যারিয়েন্টটি ইংল্যান্ডের কেন্টে প্রথম শনাক্ত হয়, এরপর ১৯৩টি দেশে সেটি শনাক্ত হয়। ১৪১টি দেশে শনাক্ত হয়েছে বেটা ভ্যারিয়েন্ট, ৯১টি দেশে গামা ভ্যারিয়েন্ট ও ১৭০টি দেশে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এ ক্ষেত্রে মু হচ্ছে পঞ্চম ভ্যারিয়েন্ট।
Comments