ফরিদপুরে একদিনে আরও ১৯ জনের মৃত্যু, শনাক্ত ৩৪.৮৮ শতাংশ

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ও সন্দেহে মারা গেছেন ১৯ জন। এ ছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯০ জনের।
ছবি: সংগৃহীত

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ও সন্দেহে মারা গেছেন ১৯ জন। এ ছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯০ জনের।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে হাসপাতাল সূত্রে জানা যায়, এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জন করোনা শনাক্ত হয়ে, সাত জন করোনার উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ রোগী মারা গেছেন।

মৃতদের মধ্যে ফরিদপুরের ১২ জন, রাজবাড়ীর চার জন, গোপালগঞ্জের দুই জন এবং মাদারীপুরের একজন আছেন।

ফরিদপুরে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ২৫৮ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৯০ জনের। শনাক্তের হার ৩৪ দশমিক ৮৮ শতাংশ। নতুন করে ৯০ জন শনাক্ত হওয়ায় ফরিদপুরে করোনা শনাক্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৭৪ জনে।

ফরিদপুরে নতুন করে যে ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে, তার মধ্যে আলফাডাঙ্গায় ১৮ জন, ভাঙ্গায় ২১ জন, বোয়ালমারীতে সাত জন, নগরকান্দা দুই জন, সদরপুরে দুই জন, চরভদ্রাসন একজন এবং সদরে আছেন ৩৯ জন।

এ ছাড়া, জেলা ও উপজেলায় ১১ জনের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে তিন জনের। এ ক্ষেত্রে শনাক্তের হার ২৭ দশমিক ২৭ শতাংশ।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, ‘করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগী আছেন ৩০৪ জন। এরমধ্যে করোনা শনাক্ত রোগী আছেন ৯০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন সাত জন, সুস্থ হয়েছেন ১১০ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩৪১ জন।’

Comments

The Daily Star  | English

Bangladeshi students terrified over attack on foreigners in Kyrgyzstan

Mobs attacked medical students, including Bangladeshis and Indians, in Kyrgyzstani capital Bishkek on Friday and now they are staying indoors fearing further attacks

5h ago