ভারতে ২৫ জনের ওমিক্রন শনাক্ত
ভারতে এখনও পর্যন্ত ২৫ জন শরীরে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগরওয়াল সাংবাদিকদের জানান, ওমিক্রনে আক্রান্ত ২৫ জনের মধ্যে ৯ জন রাজস্থান, ৩ জন গুজরাট, ১০ জন মহারাষ্ট্র, ২ জন কর্ণাটকে ও ১ জন দিল্লির বাসিন্দা।
আক্রান্তের মধ্যে অধিকাংশেরই শরীরে হালকা উপসর্গ রয়েছে বলে জানান তিনি।
আগরওয়াল জানান, ভারতে আনুমানিক ৯৪ কোটি প্রাপ্ত বয়স্কদের মধ্যে এখন পর্যন্ত ৮৬ দশমিক ২ শতাংশ করোনা টিকার প্রথম ডোজ পেয়েছে এবং ৫৩ দশমিক ৫ শতাংশ ২ ডোজই পেয়েছে।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ ডিজি বলরাম ভার্গব জানান, চিকিৎসাগত দিক থেকে ওমিক্রন এখনও স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর বোঝা তৈরি করছে না তবে সবাইকে সতর্ক থাকতে বলা হচ্ছে।
এদিকে, ওমিক্রন আতঙ্কের মধ্যেই আজ কলকাতা বিমানবন্দরে যুক্তরাজ্য থেকে আসা এক নারীর করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানান, ওই নারী ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত ছিলেন কিনা তা জানতে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানান তিনি।
Comments