ভারতে ৭ মাস পর দৈনিক সংক্রমণ লাখ ছাড়াল

ভারতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ১৭ হাজার ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। যা আগের দিনের তুলনায় ২৮.৮ শতাংশ বেশি। গত ৭ মাস পর ভারতে এতো সংখ্যক করোনা শনাক্ত হলো বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।
আজ শুক্রবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।
এর আগে, ২০২১ সালের ৬ জুন ভারতে একদিনে শনাক্ত ১ লাখের গণ্ডি অতিক্রম করেছিল।
গত ২৪ ঘণ্টায় সর্বাধিক শনাক্ত হওয়া ৫ রাজ্য হলো- মহারাষ্ট্রে ৩৬ হাজার ২৬৫, পশ্চিমবঙ্গ ১৫ হাজার ৪২১, দিল্লি ১৫ হাজার ৯৭, তামিলনাড়ু ৬ হাজার ৯৮৩ এবং কর্ণাটক ৫ হাজার ৩১।
একই সময়ে দেশটিতে ৩০২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ১৭৮ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে কেরালায় ২২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরপর পশ্চিমবঙ্গে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ভারতের সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৭.৫৭ শতাংশে। গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৮৩৬ জন সুস্থ হয়েছেন
Comments