মমেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী।

এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৪৪ জনের মৃত্যু হলো। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়েছিল।

করোনা আক্রান্তে মারা গেছেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার শাহ আলি (৬৫), নেত্রকোণার দূর্গাপুরের আমেনা খাতুন (৭২), ময়মনসিংহের  গফরগাঁও শামসুদ্দীন (৬৫) ও নেত্রকোণার দূর্গাপুরের নাসরিন (৫০)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৯ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০১ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে ৫ জন চিকিৎসাধীন। এ ছাড়া, সুস্থ হয়ে ৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

Comments

The Daily Star  | English
Bangladesh 2025-26 budget

Budget to shrink amid fiscal strain

Bangladesh’s interim government is preparing to unveil a rare contractionary budget on June 2, driven by a sharp rise in interest payment that is crowding out fiscal space and forcing spending cuts.

13h ago