রংপুরে বিভাগে মৃত্যু হাজার ছাড়াল

ছবি: সংগৃহীত

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় এ পর্যন্ত এক হাজার চার জনের মৃত্যু হলো।

একই সময়ে বিভাগে দুই হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৫৩১ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ২৪ দশমিক ৭৮ শতাংশ। এ নিয়ে বিভাগে মোট ৪৭ হাজার ৫১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনায় দিনাজপুরের চার জন, রংপুরের তিন জন ও ঠাকুরগাঁওয়ের একজন মারা গেছেন।

এ নিয়ে আগস্টের ছয় দিনে বিভাগে ৮৪ জনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

বিভাগের জেলাগুলোর মধ্যে এ পর্যন্ত দিনাজপুরে ২৮৬ জন, রংপুরে ২২৬ জন, ঠাকুরগাঁওয়ে ১৯৪ জন, নীলফামারীতে ৭১ জন, পঞ্চগড়ে ৬৩ জন, লালমনিরহাটে ৫৭ জন, কুড়িগ্রামে ৫৬ জন ও গাইবান্ধায় ৫১ জন মারা গেছেন।

এছাড়া, দিনাজপুরে নতুন করে ১৩৮ জন, রংপুরে ১১৯ জন, কুড়িগ্রামে ৭২ জন, ঠাকুরগাঁওয়ে ৬৪ জন, পঞ্চগড়ে ৪৮ জন, গাইবান্ধায় ৪০ জন, নীলফামারীতে ৩১ জন ও লালমনিরহাটে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

2h ago