রাজধানীতে আরও ১ জনের ওমিক্রন শনাক্ত

দেশে আরও একজনের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ৪ জনের ওমিক্রন শনাক্ত হলো।
জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি) আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
জিআইএসএআইডির তথ্য অনুযায়ী, নতুন করে ৩৩ বছর বয়সী এক নারীর ওমিক্রন শনাক্ত হয়েছে। তিনি ঢাকার বাসাবো এলাকার বাসিন্দা।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) ওই নারীর নমুনা সংগ্রহ করেছিল বলে জানায় সংস্থাটি।
গতকাল ঢাকার ৫৬ বছর বয়সী একজন পুরুষের ওমিক্রন শনাক্ত হয়।
এর আগে গত ৯ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলের ২ জনের শরীরে এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গিয়েছিল।
Comments