রামেক করোনা ইউনিটে আজ মৃত্যু ৫

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন জন পুরুষ ও দুই জন নারী।
আজ মঙ্গলবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'গত ২৪ ঘণ্টায় মারা গেছেন পাঁচ জন। এদের মধ্যে দুই জন রাজশাহী, দুই জন চাঁপাইনবাবগঞ্জ ও একজন নওগাঁর বাসিন্দা। চাঁপাইনবাবগঞ্জের একজন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনা সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল।'
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ২৫ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ৩৮২টি নমুনা পরীক্ষা করে ২৩ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১৭০টি নমুনা পরীক্ষা করে ১০ জন, জয়পুরহাটের ১৭১টি নমুনা পরীক্ষা করে ১২ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৩১টি নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১৩ দশমিক ২৫ শতাংশ, জয়পুরহাটে সাত দশমিক ০১ শতাংশ ও চাঁপাইনবাবগঞ্জে তিন দশমিক ২২ শতাংশ।
হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ১৬ জন। এর আগে ২৮৬টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ১৩৩ জন। বর্তমানে মোট ১৪০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Comments