রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ২

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট। স্টার ফাইল ছবি/আনোয়ার আলী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১ জন নারী ও ১ জন পুরুষ। ২ জনের মধ্যে ১ জন চাঁপাইনবাবগঞ্জ ও ১ জন নওগাঁর বাসিন্দা। তাদের ১ জনের উপসর্গ ছিল, অন্যজন করোনা নেগেটিভ ছিলেন।'

শামীম ইয়াজদানী জানান, এই সময়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ৫ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ১৬২টি নমুনা পরীক্ষা করে ২ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১২৩টি নমুনা পরীক্ষা করে ১ জন, জয়পুরহাটের ৩৯টি নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে সংক্রমণের হার ৩ দশমিক ১৪ শতাংশ ও জয়পুরহাটে ২ দশমিক ৫৬ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ১৮ জন। আজ সকাল পর্যন্ত ১৯২টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৮৮ জন। বর্তমানে মোট ১০০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Comments

The Daily Star  | English

Metro rail service resumes after 1.5 hours

The setback caused enormous suffering to commuters during the rush hour

1h ago