দুই সপ্তাহের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

আগামী দুই সপ্তাহের মধ্যে এডিস মশা নির্মূল করে ডেঙ্গু পরিস্থিতি সহনীয় পর্যায়ে আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

আজ বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে 'ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণ' বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, 'একটি ওয়ার্ডের মধ্যে সর্বস্তরের মানুষকে অন্তর্ভুক্ত করে কমিটি গঠনের মাধ্যমে ডেঙ্গু সমস্যার সমাধান করা সম্ভব।'

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে দুই ঢাকা সিটি করপোরেশনের সকল কাউন্সিলর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, 'জনপ্রতিনিধিরা যদি জনগণকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে কাজ করেন তবে যেকোনো ধরনের সমস্যার মোকাবিলা করা সম্ভব।'

তিনি আরও বলেন, 'অনেক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে আসল ঠিকানা গোপন রাখছেন। এতে করে এডিস মশা নিধনে কিছুটা সমস্যা হচ্ছে। কারণ যেখানে রোগী পাওয়া যাচ্ছে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও দুই সিটি করপোরেশন এটি নিয়ে কাজ করছে।'

বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, 'এডিস মশার উৎস ধ্বংস না করে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমরা ঘরে ঘরে গিয়ে এর প্রজনন উৎস ধ্বংস করব।'

তিনি নগরবাসীকে এডিস মশার প্রজনন ক্ষেত্র ও লার্ভা সম্পর্কে ০১৭০৯৯০০৮৮৮ এবং ০২-৯৫৫৬০১৪ নম্বরে ফোন করে তথ্য দেওয়ার আহ্বান জানান। আগামীকাল সোমবার থেকে এই দুটি নম্বর চালু হবে।

Comments

The Daily Star  | English

Manifesto for a new Bangladesh on Aug 3

National Citizen Party Convener Nahid Islam yesterday said they will declare the manifesto for a new Bangladesh on August 3 at Central Shaheed Minar.

3h ago