মাঙ্কিপক্সের উপসর্গ থাকায় শাহজালাল থেকে তুর্কি নাগরিক হাসপাতালে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাঙ্কিপক্সের উপসর্গ থাকায় তুরস্কের এক নাগরিককে রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বিমানবন্দরে পরীক্ষায় ৩২ বছর বয়সী ওই তুর্কি নাগরিকের মাঙ্কিপক্সের উপসর্গ ধরা পড়ে।
বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আজ দুপুর ২টার দিকে তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওই ব্যক্তি শাহজালালে আসেন।
শাহজালাল বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই যাত্রীর শরীরে র্যাশ ছিল। তবে এটি কোনো ধরনের চর্মরোগ কিনা, ওই যাত্রী সেটি নিশ্চিত করতে পারেননি এবং তিনি এ সম্পর্কিত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। ফলে নিশ্চিত হওয়ার জন্য আমরা তাকে হাসপাতালে পাঠিয়েছি।'
Comments