শনাক্ত ৪.৭৯ শতাংশ, মৃত্যু আরও ৩৬

প্রতীকী ছবি। সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ৩৬ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৩১৩ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ২৮ হাজার ৭৩৬ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩৭৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৭৯ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৮ হাজার ৭৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৭৯ শতাংশ।

গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে ২৬ জন মারা গিয়েছিল এবং শনাক্তের হার ছিল ৪ দশমিক ৬৯ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৬ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৯ জন নারী।

একই সময়ে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী খুলনা ও সিলেট বিভাগে ৩ জন করে এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন।

২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন ১ হাজার ৪২৭ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬ হাজার ১৩৬ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ২৪ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৫ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

Comments

The Daily Star  | English

Power supply halt: DEPZ factories resume production via alternative lines

At least 90 factories were declared closed after United Power had stopped power supply to the factories yesterday

40m ago