সাতক্ষীরায় কমছে শনাক্ত-মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মোট ৬১৯ জনের এবং করোনা আক্রান্ত ৮৭ জনের মৃত্যু হলো।

গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় ২২৪টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৭ জনের। শনাক্তের হার ১২ দশমিক শূন্য পাঁচ শতাংশ।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা বলেন, 'সাতক্ষীরা জেলায় করোনা রোগী ও মৃত্যু কমে আসছে। গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চার জন মারা গেলেও উপসর্গ নিয়ে মৃত্যুর হার অনেক কমে এসেছে।'

তিনি জানান, ১৫ থেকে ৩০ জুনের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে ৯৫ জন ও করোনায় ১৮ জন মারা গেছেন, ১ থেকে ৩১ জুলাই উপসর্গ নিয়ে ১৮৯ জন ও করোনায় আট জন মারা গেছেন এবং ১ থেকে ২৩ আগস্ট পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ৭৪ জন ও করোনায় দুজন মারা গেছেন।

তিনি আরও জানান, হাসপাতালে ১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত প্রতিদিন রোগী থাকত ২৬০ থেকে ২৮৫ জন। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে রোগীর সংখ্যা কমতে শুরু করে। আজ হাসপাতালে ভর্তি রয়েছেন ৯৭ জন।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. সাফায়াত হুসাইন বলেন, 'চলতি মাস জেলায় করোনা শনাক্তের সংখ্যা কমে আসছে। চলতি মাসে অধিকাংশ সময় শনাক্ত ১৫ থেকে ২০ শতাংশের মধ্যে ওঠা-নামা করেছে। জুন মাসে এই হার ছিল ৫০ থেকে ৬৪ শতাংশ এবং জুলাইয়ে ছিল ৩৫ থেকে ৪০ শতাংশ।'

তিনি জানান, জেলায় এ পর্যন্ত ২৭ হাজার ২৩৭ জনের নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত ছয় হাজার ৪৯৫ জনকে শনাক্ত করা হয়েছে এবং সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৬৩৪ জন।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

3h ago