সিলেটে হাজার ছাড়াল করোনায় মৃত্যু

Coronavirus.jpg
ছবি: সংগৃহীত

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের মোট সংখ্যা হাজার ছাড়িয়েছে। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও নয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট এক হাজার পাঁচ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায় গত ২৪ ঘণ্টায় বিভাগে ২০৪ জনের করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট ৫১ হাজার ৬২৫ জনের করোনা শনাক্ত হলো। এদের মধ্যে ১০৩ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ জেলার ১৮ জন, হবিগঞ্জের ৩১ জন ও মৌলভীবাজার জেলার ৩২ জন। এ ছাড়া, সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২০ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।

Comments

The Daily Star  | English

Police, Bida launch special security measures for foreign investors

Held meeting with officials of foreign companies, introduced dedicated emergency contact line

1h ago