২৪ ঘণ্টায় শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে

করোনায় আরও একজনের মৃত্যু
প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৯ হাজার ৩৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২১ দশমিক ০৭ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জনের করোনা শনাক্ত হলো এবং এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ হাজার ৬২৭ জন।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৪ হাজার ৬৭১টি নমুনা পরীক্ষায় ৯ হাজার ৩৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় যে ৩৮ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও ১০ জন নারী।

তাদের মধ্যে ১৬ জন ঢাকার, ৬ জন চট্টগ্রামের, ৫ জন খুলনার, ১ জন রংপুরের, ২ জন ময়মনসিংহের, ৫ জন রাজশাহী ও ৩ জন সিলেটের বাসিন্দা।

এর আগের ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৮ হাজার ৩৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৮৩ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর ২০২২ সালের জানুয়ারি মাসেই তৃতীয় সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। এর আগে গত বছরের জুলাই ও অগাস্ট মাসে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে বাংলাদেশে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ১৩ হাজার ২৯৪ জন। ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিনই শনাক্ত ৩০ শতাংশের বেশি ছিল।

ফেব্রুয়ারির প্রথম দিন থেকে সংক্রমণ ৩০ শতাংশের নিচে নামলেও জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে মৃত্যু বেড়েছে।

২০২২ সালে এ পর্যন্ত দেশে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গত ২ ও ৫ ফেব্রুয়ারি। এই দুই দিনই ৩৬ জন করে করোনায় মারা গেছেন।

Comments

The Daily Star  | English

Bangladeshis worry amid US immigration crackdown

The United States has deported at least 31 Bangladeshis after President Donald Trump took a tough immigration policy.

6h ago