২৪ ঘণ্টায় মৃত্যু ৯, শনাক্ত ৬.৯৪ শতাংশ

করোনায় আরও একজনের মৃত্যু
প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৯৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৩৫ হাজার ২৪২ জনের করোনা শনাক্ত হলো এবং এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ হাজার ৯৭৪ জন। 

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবারের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৮ হাজার ৯৭টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৯৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী।

তাদের মধ্যে ৩ জন ঢাকার ও ৬ জন চট্টগ্রামের।

Comments

The Daily Star  | English
gold price hike in Bangladesh

Why gold costs more in Bangladesh than in India, Dubai

According to market data, gold now sells for $1,414 per bhori in Bangladesh, compared to $1,189 in India, $1,137 in Dubai

3h ago