২৪ ঘণ্টায় শনাক্ত ০.৭৭ শতাংশ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এ নিয়ে গত ২৬ দিন করোনায় কেউ মারা যাননি। তবে, একই সময়ে আরও ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
করোনায় আরও একজনের মৃত্যু
প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এ নিয়ে গত ২৬ দিন করোনায় কেউ মারা যাননি। তবে, একই সময়ে আরও ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার ১৯ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৯০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৭ শতাংশ।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২২০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১৮ লাখ ৯৯ হাজার ৬৩৯ জন।

সুস্থতার হার ৯৭ দশমিক ২৭ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।

এর আগে, গত ২০ এপ্রিল সর্বশেষ করোনায় একজনের মৃত্যু হয়েছিল।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank hikes policy rate by 50 basis points to 8.5%

Bangladesh Bank today raised the policy rate by 50 basis points to 8.5 percent to bring down the runaway inflation

47m ago