২৪ ঘণ্টায় শনাক্ত ২৯.১৭ শতাংশ, মৃত্যু ৩১

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১৩ হাজার ১৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৫ হাজার ৯৩টি নমুনা পরীক্ষায় ১৩ হাজার ১৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় যে ৩১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১৫ জন পুরুষ ও ১৬ জন নারী। তাদের মধ্যে ১৯ জন ঢাকার, ৭ জন চট্টগ্রামের, ২ জন সিলেটের, ১ জন রাজশাহীর, ১ জন খুলনার ও ১ জন রংপুরের বাসিন্দা।

এর আগের ২৪ ঘণ্টায় দেশে ৩১ জনের মৃত্যু হয়েছিল এবং করোনা শনাক্ত হয়েছিল ১৩ হাজার ৫০১ জনের। শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৭৭ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জনের করোনা শনাক্ত হলো এবং এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ হাজার ৪২৫ জন।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

7h ago