২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, শনাক্ত বেড়ে ১৫.০৭ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় গত ৩ মাসে এটাই সর্বোচ্চ মৃত্যু। এর আগে সর্বশেষ গত ২০ মার্চ করোনায় ৩ জনের মৃত্যু হয়েছিল।
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় গত ৩ মাসে এটাই সর্বোচ্চ মৃত্যু। এর আগে সর্বশেষ গত ২০ মার্চ করোনায় ৩ জনের মৃত্যু হয়েছিল।

২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৮০ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ০৭ শতাংশ।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জন নারী ও ১ জন পুরুষ। তাদের মধ্যে ঢাকা বিভাগে ২ জন ও বরিশাল বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১ হাজার ২১৪ জন ঢাকা বিভাগের, ৫ জন ময়মনসিংহ বিভাগের, ৫০ জন চট্টগ্রাম বিভাগের, ১ জন রাজশাহী বিভাগের, ৪ জন খুলনা বিভাগের, ৫ জন বরিশাল বিভাগের ও ১ জন সিলেট বিভাগের।

এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১২ দশমিক ১৮ শতাংশ এবং ১ হাজার ৬৮৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।

তার আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৩২ শতাংশ এবং ১ হাজার ৩১৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৬৩ হাজার ৪৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪৯২টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনা আক্রান্ত ১০২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬ হাজার ৫১৯ জন।

সুস্থতার হার ৯৭ দশমিক ১০ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৮ শতাংশ।

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

3h ago